নিম্নলিখিত গল্পগুলো খুব তাড়াতাড়ি আমাকে খাতায় লিখতে হবে | জানিনা কবে অভ্রতে লিখে পাবলিশ করতে পারব, কিন্তু সবার আগে লিখে ফেলাটা জরুরি |
1) মোমপাহাড়ের আতঙ্ক |
2) কাঠচাঁপারা এখনও উত্তর দেয় |
3) ফ্রাইডে |
এর মধ্যে প্রথমটা মাথার মধ্যে পুরো ছকে ফেলেছি | শুধু লেখার অপেক্ষা | কিন্তু পরের দুটোর এন্ডিংগুলো একদম খুঁজে পাচ্ছিনা | বিশেষ করে 'কাঠচাঁপারা...' গল্পটার | :(
গল্পের প্লট মাঝখান থেকে হারিয়ে গেলে আমার মারাত্মক রাগ হয় | আর দেদার ঘুম পায় |
হাই উঠছে | ঘুমোতে যাই |
পুনশ্চ: শোভরাজকে 'মোমপাহাড়ের আতঙ্ক' গল্পটার সারমর্ম শোনালাম | মনে হলো ওর খুব একটা খারাপ লাগেনি | বরং গল্পে ও নিজেও একটা ক্যারেক্টার আছে জেনে মনে হলো খুশিই হয়েছে | :D