Tuesday, June 1, 2021

বার্ড বলে কেউ নেই ll

 একটা খেলা আমি মাঝে মধ্যেই খেলে থাকি, যেটা হলো এরকম... ধরুন একটা বাক্য রয়েছে, এবার সেটার শেষ অংশটিকে পরিবর্তন করে ছোটো করে দিতে হবে l এইভাবে ধাপে ধাপে ছোটো হতে হতে এরকম জায়গায় আসবে যে বাক্যটি আর থাকবেই না, তখন খেলা শেষ  হয়ে যাবে l একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি  ll


অনেক ছোটো বয়সে ময়ূখ চৌধুরীর একটা গল্পের বই পড়েছিলাম, নাম 'ভয়াবহ শিকার কাহিনী' l তাতে এরকম একটা লাইন ছিল :


"জ্বলন্ত সিগারেটটা মুখ থেকে নামিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বার্ড বললো, "জায়গাটা তোমার কেমন লাগছে অ্যান্ডি?" "


এটাকে প্রথম ধাপে ছোটো করা যায় এইভাবে :

"জ্বলন্ত সিগারেটটা মুখ থেকে নামিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বার্ড অ্যান্ডির দিকে তাকিয়ে রইলো " (বার্ড এবং অ্যান্ডির কথোপকথন এখানে ছেঁটে ফেলা হলো)


এবং পরের ধাপ গুলো এইভাবে বানিয়ে ফেলা যায় :

"জ্বলন্ত সিগারেটটা মুখ থেকে নামিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বার্ড তাকিয়ে রইলো " (এখানে অ্যান্ডিকে বেমালুম ছেঁটে ফেলা হয়েছে )


"জ্বলন্ত সিগারেটটা মুখ থেকে নামিয়ে বার্ড ধোঁয়াটাকে বেমালুম গিলে ফেললো" (এখানে ধোঁয়া আর এই পৃথিবীর আলো দেখলো না )


"জ্বলন্ত সিগারেটটা বার্ড মুখ থেকে নামালো না" (বার্ড - এর শারীরিক পরিশ্রম টিকে বাদ দেওয়া গেলো)


"বার্ড সিগারেট খায় না" (এখানে যে প্রাথমিক অনুমান, যার ওপর পুরো বাক্যটি দাঁড়িয়ে ছিল তাকেই সরিয়ে নেওয়া হয়েছে, তাই বাক্যটির মেরুদন্ড বা মূল অর্থ কিছুটা বিকৃত হয়েছে )


"বার্ড বলে কেউ নেই" (এই ধাপে আমরা নাম ভূমিকাকেই সরিয়ে নিয়েছি, তাই এখানেই খেলার শেষ)


একঘেয়ে জীবনের ফাঁকে যে কোনও কথোপকথন নিয়ে এই খেলাটি খেলে দেখতে পারেন ll