Sunday, December 13, 2020

একা মানুষ

এক একটা মানুষ হয়, লেপার্ডের মতো l একা একা থাকে, আড়ালে-আবডালে l লুকিয়ে থাকে অন্ধকারে l


লেপার্ড যে সবসময় শিকার ধরার জন্যই একা একা, আড়ালে থাকে তা কিন্তু নয়... কিছু কিছু জন্তু আসলে রহস্যময়তা পছন্দ করে l আর একাকিত্বর থেকে বেশী রহস্য আর কিসে আছে? কখনও কোনও রাতের জঙ্গল সাফারিতে গিয়ে এরকম মনে হয়েছে যে, এই যে দিগন্ত বিস্তীর্ণ প্রান্তর ঘেরা জঙ্গল সামনে, তাতে না জানি কতগুলো প্রেতসম জানোয়ার অপেক্ষা করে আছে? অপেক্ষা করে আছে গাড়ির হেডলাইটটা বন্ধ হওয়ার, গাড়িগুলোর আস্তে আস্তে চলে যাওয়ার l দূর থেকে তোমার গাড়ির চলে যাওয়ার শেষ চিহ্নটুকু দেখে নিজের কালো লোমশ শরীরটাকে আরেকবার চেটে পরিষ্কার করবে সে l তারপর পশ্চিমের আকাশে একফালি চাঁদটার দিকে তাকিয়ে একটা আলগোছে হাই তুলবে সেই লেপার্ড l আর তারপর তার কালো শরীরটা মিশে যাবে অরণ্যের নিকষ কালো অন্ধকারে l





Sunday, December 6, 2020

তুঙ্গভদ্রা

 এরকম একটা রাত

নক্ষত্রগুলো জ্বলে জ্বলে নিভে গেছে আকাশে

যেমন ল্যাম্পপোষ্টহীন রাতের সড়কে একা হেঁটে

অস্পষ্ট তুঙ্গভদ্রার ওপর দুটো মানুষকে ঘনিষ্ঠ দেখেছিলাম

সেরকম একটা রাতে

চুরুট আর গোলাপ আর কমলার গন্ধে মাখামাখি হয়ে

ডিসেম্বরের ঠান্ডায় মেয়েটার শুকনো ঠোঁট দুটো

ঠিক ঠিক কতগুলো রাত গেলে একটা ভালোবাসা আসে?