Sunday, December 6, 2020

তুঙ্গভদ্রা

 এরকম একটা রাত

নক্ষত্রগুলো জ্বলে জ্বলে নিভে গেছে আকাশে

যেমন ল্যাম্পপোষ্টহীন রাতের সড়কে একা হেঁটে

অস্পষ্ট তুঙ্গভদ্রার ওপর দুটো মানুষকে ঘনিষ্ঠ দেখেছিলাম

সেরকম একটা রাতে

চুরুট আর গোলাপ আর কমলার গন্ধে মাখামাখি হয়ে

ডিসেম্বরের ঠান্ডায় মেয়েটার শুকনো ঠোঁট দুটো

ঠিক ঠিক কতগুলো রাত গেলে একটা ভালোবাসা আসে?




No comments:

Post a Comment