Sunday, June 12, 2022

দে দোল দোল দোল

 তুমি জলে থাকো জলে থাকো, দ্বীপ যেন জলেতে তুমি

কেন জানো না কি

স্বপ্নের সুন্দর তুমি যে আমার ভূমি


কেন পিছু ডাকো পিছু ডাকো, বারে বারে আমারে তুমি

কান্দো কন্যা তুমি

চক্ষের জলে কি ভাসাবে, সাধের ও জমি


হায় যাবো না যাবোনা ফিরে আর ঘরে

পোড়া মন মানে না, সংসার করিবার তরে

দেহ কাটিয়া মুই বানাবো নৌকা তোমারি

দুটি কাটিয়া হাত বানাবো নৌকারই দাঁড়ি

আর বসন কাটিয়া দেবো আর তুফানে আমি উড়াবো

হবো ময়ূরপঙ্খী তোমারি


তরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইস্যা

ওরে বুকে নিয়া সুদূরে যাবো গো ভাইস্যা..


দে দোল দোল দোল তোল পাল তোল

চল ভাসি সবকিছু তাইগ্যা


হেঁইয়ো রে মার্ জোর হে আল্লা, হে রামা

হেঁইয়ো রে মার্ জোর হে আল্লা, হে রামা ।।

No comments:

Post a Comment