তোমাকে কতটা ঘৃণা করি, কোনোদিন বলতে পারিনি l আসলে এতগুলো বছর পেরিয়ে এসেছি তো... হয়তো তাই l
তোমার বার বার ছেড়ে চলে যাওয়া, উদ্দাম হাসির সাথে সাথে প্রতিবার অজানাকে নিজের করে নেওয়া l
নিজেকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নেওয়া কোনোদিন ভুলতে পারিনি l
মনের গভীর থেকে বলছি, কতটা ঘৃণা করি, কোনোদিন বলতে পারিনি l
এখন যদিও আর এসবের কোনো মানে হয়না
তুমি বিবাহিতা, আর আমার একলা জীবন জেগে আছে
সিগারেটের কটু গন্ধ, ময়দানে রবিবারের উড়ন্ত চিল
আচ্ছা, পার্ক স্ট্রিটের ওই রেস্তোরাঁটায় কি এখনও পৌনে দু' ঘন্টা লাইন দিয়ে খেতে হয়?
এখনও কি তোমার হাত ধরতে চেয়ে কেউ বকা খায়
ছুঁয়ে যায় তোমার কাঁধে কারো ভীরু ঠোঁট?
অনেকটা সময় কেটে গিয়েছে মাঝখানে তাই হয়তো...
কিন্তু তাও জানিনা কেন, তোমার সাথে কাটানো এক একটা মুহূর্ত জীবন থেকে মুছে ফেলতে পারিনি
আসলে, তোমাকে কতটা ভালোবাসি, কোনোদিন
মুখ ফুটে বলতে পারিনি ll
No comments:
Post a Comment