Sunday, May 17, 2015

But I am best, when I am alone



একটা গল্প লিখছিলাম, ‘কাঠচাঁপারা এখনও উত্তর দেয়’ । বা বলা ভালো যে, লেখার চেষ্টা করছিলাম । কিন্তু অনেকগুলো জায়গায় আটকে যাচ্ছে ।

এক, শুরুতে একটা গানের দরকার ছিল, যেটা প্রধান চরিত্রের মনের ভাবটাকে পরিষ্কার ভাবে তুলে ধরবে । গান একটা পাওয়াও গেছিল – ‘রঞ্জিশ হি সহি...’ । কিন্তু গানটার একটা মোটামুটি সাধারন বাংলা মানে করে লেখার দরকার পড়ছে গল্পে । সেটা ঠিকঠাক আসছে না ।  
  
দুই, গল্পের নায়িকার মারা যাওয়ার ঘটনা খুবই দুর্বল । ঠিকঠাক সাজাতে পারছি না ।

তিন, গল্পের নামের সাথে গল্পের একটা সাযুজ্য চাই । সেটা পাওয়া যাচ্ছে না ।

চার, আগে গল্পগুলো, তার চরিত্র, ভাব, ভাষা, আবেগ, চিন্তা – এসব ন্যাচার‍্যালি আসত । এখন যেন কেমন আটকে যাচ্ছে ।



শ্রীজিতা নামের একজন আরো একবার আমাকে একা করে দিল ।।


No comments:

Post a Comment