Tuesday, November 29, 2011

Notes from a living room: 19

She posts a video...a song called 'Purab se Surya uga'. It used to be aired a long time ago in the Doordarshan for the 'Rashtriya Shaksharta Mission'. It reminded me of childhood. It made me cry. I am one of those silly emotional people who cry on silly little emotional attachments. It reminded me of my early childhood, the time when I used to try singing the song, in vain...perhaps I didn't have a powerful voice then. Today, as I started listening to it, I immediately started singing the song, and it made me cry. I knew the emotions, I felt the nostalgia in my heart. The chords that touch her heart touch mine too. And the fact that she is unaware if it, made me feel worse. Sometimes, we cry for reasons that are hard to find, hard to understand...


I have collected the lyrics of the advertisement and am keeping it here, in my blog, for anyone who wants it in future.

"Purab se surya uga, faila ujiyara

Yakeen nahin aata, yeh wohi kishan hai?

Purab se surya uga, faila ujiyara
Jaagi har disha disha, jaaga jag saara
Purab se surya uga, faila ujiyara"



I respect those people a lot who made it.


-29th Nov '11

Sunday, November 27, 2011

Notes from a living room: 18

Categorizing people is important. And learning how to do it is more necessary. In order to succeed in any sphere of life, may it be academic, professional or personal, if you can identify what kind of people you are dealing with, half the job is done. That's the reason I keep telling that analysing people is perhaps one of the most important jobs one has to do continuously in the modern world. And for that, writing helps. It helps whenever you start writing the traits of that person, may it be in a piece of paper, or take notes in your head. You can always analyse those traits, go back the next day and behave in a way that is favorable to both your communications, conducive to further building of a better relationship between you two. In a world which is moving too fast, changing every second and throwing challenges to us every next second, people are the only strength we have...more precisely the favor banks. If you know how to control the mass around you, you know how to control the world around you. The key to success lies in the key to suppress the inner fear, staying positive and in the attitude that says 'I can not lose'. Life is a challenge, no doubt it has both highs and lows, but at the end of the day it's our fight that matters...whether we won or lost, doesn't, because winning or losing, is just a perspective of people around us.

- 27th Nov '11

Thursday, November 24, 2011

মৃত্যুর গন্ধ ছাতিম ফুলের মত

এখানে, শহরের এই প্রান্তে আকাশটা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসে। যদিও পুরো আকাশটা নয়, শুধু যে প্রান্তটায় সূর্যটা এদিনকার মত অস্ত যাওয়ার উদ্যোগ নেয়। আমার মাথার ওপরের আকাশ যদিও এখনো হলুদ, কোথাও বা মেঘের গা থেকে ছলকে পড়া নীল। এইসময় লেক-প্লেসের চারদিকে লম্বা লম্বা গাছগুলো তাদের ডালের প্রান্তভাগ দিনের শেষ সুর্যালোক পাওয়ার জন্য প্রসারিত করে দেয়। দিনের পাখিরা গোধূলির আলোয় ঘরে ফেরার তোড়জোড় শুরু করে। পাখিদের চিৎকারে এই সময়টা লেকের চারপাশ ব্যস্ত হয়ে ওঠে। নীল জল আকাশের সাথে তাল মিলিয়ে কালো হয়ে ওঠে। লেকের ওপাশটায় যে ক্রিকেট কোচিং একাডেমিটা আছে তার প্র্যাক্টিস সেশন এই সময় শেষ হয়। আমার পাশ দিয়ে বিভিন্ন মানুষের যাতায়াত। প্রকৃতির যত জীবন্ত আর প্রাণহীনের দল এইসময় এক হয়ে যায়। দিন যে শুধু নিঃশব্দেই শেষ হয় তা নয়, বরং সে অন্ধকারকে এক প্রেতাত্মার মতন ডেকে নিয়ে আসে। যখন দিনের সব রঙ মিলেমিশে একাকার হয়ে যায়, যখন সকালের নীল বিকেলের হলুদের মধ্যে দিয়ে শেষে পশ্চিমের আকাশের রক্তবিন্দুতে পরিণত হয়, সেই প্রেতাত্মার উদয় ঘটে। আমাদের স্বপ্ন আর সুখের হাতছানির মধ্যেই জীবনের অবসান হয়। বিশ্বাসঘাত হয়। 

                            আর তারপরেই সেই গন্ধটা ভেসে আসে।

গন্ধটা ছাতিম ফুলেরগোটা লেক প্লেসটাই ছাতিম গাছে ভরা। আমার স্ত্রী একসময় এই ফুলগুলো খুব ভালোবাসত, আর আমিও। অনেকদিন আগে আমরা যখন এখানে একসাথে হাটতাম, ফুলে ভরা গাছগুলোর নিচের দিকের ডালগুলো আমি হাত দিয়ে নিচু করে ধরতাম, আর রিনিতা ফুলগুলো পাড়ত। নিজের হাতের তালুর ওপর ফুলগুলো রেখে অনেকক্ষণ ধরে গভীর নিঃশ্বাষের সাথে ঘ্রাণ  নিত। ওই মুহুর্তগুলোতে আমি ওর দিকে স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকতাম, আর নতুন করে ভালোবেসে ফেলতাম। সিমেন্টের বেঞ্চগুলোর কোনও একটায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। আমার হাত থাকত ওর কাঁধে, আর ওর হাত আমার কোমর জড়িয়ে। চারদিকে সবুজের মেলা, সামনে রবীন্দ্র সরোবরের নীল জল, আর ওপরে উন্মুক্ত আকাশ।

“ মৃতের ডান হাত ভেঙ্গে গেছিল, যেন সে কোনও এক প্রবল শক্তিকে বাধা দিতে গিয়ে অমানবিক ভাবে অত্যাচারিত হয়েছিল। মাথা দু’বার থেঁতলে দেওয়া হয়েছিল, একবার ডানদিকের কোনায়, আর একবার পেছনের দিকে... ”

                               এবার বৃষ্টি এসে পড়ে। নরম, শান্ত জলের ফোঁটা। ঠিক রিনিতার মত। মিষ্টি রিনিতা। এরকম কেন হয়, যখনই আমি তোমার কথা ভাবি, আমার চোখ জলে ভরে যায়? এরকম কেন হয়, তোমার কথা মনে পড়লেই আমি এত একা হয়ে যাই? এত একা, চুপচাপ, গোটা পৃথিবী থেকে আলাদা। দেখ আজ আবহাওয়া কত সুন্দর। আজ এই বৃষ্টিতে আবার আমার সাথে ভিজতে তোমার ভালো লাগবেনা? তাকাও এই গাছগুলোর দিকে, দেখ এরা আজও তোমাকে ভোলেনি। তুমি কি ওদের আর চাওনা? তুমি কি আমাকে আর চাওনা? 

                      দূরে, রবীন্দ্র সরোবরের অন্য দিকটা গাঢ় অন্ধকারে ঢেকে যায়। লেকের সরু রাস্তাটা আবছা, ধুসর হয়ে আসে। ঝিরঝিরে বৃষ্টি চলতে থাকে। আমি ভিজে যাই। অন্ধকারে বৃষ্টির একটানা শব্দ আমাকে বাস্তব জগৎ থেকে অনেকদূরে নিয়ে চলে যায়। সে আমার স্বপ্নের জগৎ, রিনিতার জগৎ।
                   “মৃতের ওপর তিনবার অত্যাচার হয়েছিল। আর একবার মৃত্যুর পরে...”

আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। রিনিতা। আমার রিনিতা। যখন পুলিশের কাছে তোমার দেহ চাইতে গিয়েছিলাম, আমাকে দেখে তোমার করুণা হয়নি? তোমার রক্তে আর আমার চোখের জলে আমার গোটা শরীর ভিজে গিয়েছিল...কত চেষ্টা করলাম তোমার শরীর থেকে সব রক্ত মুছে নিতে, কিন্তু পারলাম না। শ্মশানে আমি একা ছিলাম রিনিতা, একদম একা।
                        আমি রাস্তার ওপরে হাটু ভাঁজ করে বসি। পায়ের কাছে হাজার হাজার ছাতিম ফুল। বৃষ্টিতে ভেজা কয়েকটা ফুল হাতের তালুর ওপর তুলে নিলাম। ফুলগুলো দেখে রিনিতার কথা মনে পড়ে গেল। 

“আমি ছাতিম ফুল ভালোবাসি...”

“আর আমি তোমাকে ভালোবাসি।”

                          একসময় বিশ্বাস করতাম মানুষ মৃত্যুর পরে ছাতিম ফুল হয়ে যায়। আর সেই মুহুর্তে আমি রিনিতার সঙ্গ অনুভব করলাম।

ভালোবাসা। আমি দীর্ঘশ্বাস ফেলিকীভাবে মানুষ এমন একজনকে ভালোবেসে যেতে পারে যে আর এই পৃথিবীতে নেই? কীভাবে মানুষ তার লেখার মধ্যে তার সেই ভালোবাসার মানুষকে খুঁজে চলতে পারে? কী এমন আছে এই ভালোবাসাতে যা একজনকে আরেকজনের থেকে কোনওভাবে আলাদা করতে পারেনা? এমনকী মৃত্যুও না। 

                দুর্বল পাদু’টোর ওপর ভর করে উঠে দাঁড়াই আঁকাবাঁকা পথটা ধরে রবীন্দ্র সরোবরের অপর পাড়ের দিকে হাটতে শুরু করি। বৃষ্টি আর ডিসেম্বরের ঠান্ডায় কাঁপুনি আসে। সরু পথটার দু’দিকে বুনো ঝোপ। নোংরা, কাঁটা আর কাদায় ভরা অন্ধকার ঝোপগুলো দেখে নিজের কথা মনে পড়ে। আশাহীন, লক্ষ্যহীন, সঙ্গীহীন নির্বাক একটা মানুষ। মনে পড়ল সেই লোকটির কথা, যে আমার লেখা পড়ে বলেছিল, যে তিনটে শব্দ দিয়ে আমি আমার গল্পের চরিত্রগুলোর বর্ণনা করি- একাকিত্ব, নৈশব্দ আর অন্ধকার...সেগুলো আমার গল্পের মূল ভিত্তি। যে কথাটা সে জানত না, একই তিনটে শব্দ আমার জীবনের সাথেও ওতপ্রোত ভাবে জড়ানো, আজীবন।  

                           একশ গজ দূরে লেকের খাড়া একটা অংশ স্থানীয় রেলস্টেশনকে আলাদা করে রেখেছিল। ঘাস আর কাদায় ভরা জায়গাটা পেরিয়ে লাইনের ওপর উঠে এলাম।


পৃথিবী জানবেনা। কিন্তু শুধু যে একজন নেই, সেইজন্যেই নয়, বরং তার সাথে মিলিত হওয়ার এটাই শেষ সুযোগ। আহ, ঠান্ডালাগা ভাবটা এবার আস্তে আস্তে কেটে যাচ্ছে। একটু আগেই যে আমি ঠান্ডা আর বৃষ্টিতে কেঁপে উঠছিলাম, সেই আমিই এখন তার স্ত্রীর সাথে শেষবারের মত মিলিত হওয়ার জন্য উত্তেজিত। 

দূরের সিগন্যাল লাল হয়।          
    
অগাধ ভালোবাসা, রিনিতা।


                         এবার ট্রেনের শব্দ ভেসে আসে। এই ট্রেনটাই কতদিন আমরা লেকের ওপাশটা থেকে বেঞ্চে বসে দেখতাম। দ্রুতগামী ট্রেনের চলমান কামরার উজ্জ্বল আলোগুলোর লেকের জলে স্বপ্নের প্রতিচ্ছবি। আজ শেষবারের মত। 

                       সেই গন্ধটা আবার ভেসে আসে। এবার তীব্রতর। 

“তুমি এসেছ রিনিতা? তুমি আমার জন্যে এসেছ? আমাকে নিতে?” আমার সারা শরীর থরথর করে কেঁপে ওঠে। ওর প্রিয় পোঙ্গল শাড়ীর এক কোণায় ও ছাতিম ফুলগুলো বেঁধে রাখত। সেই ফুল আজ পুরোনোআমি ছাড়া আর কে এই ফুল ওকে সংগ্রহ করে দেবে? 

“আসছি রিনিতা, আমি তোমার কাছে আসছি।”  


                          শীতল ডিসেম্বরের কাঁপানো রাতে সংজ্ঞাহীন একটা দেহ রেললাইনের ওপর লুটিয়ে পড়ে, শেষবারের মতো ।।    






-24th Nov '11

Friday, November 18, 2011

Notes from a living room: 17

Life is all about coping with situations. Admitting things you never wanted to, accepting people you never sought, staying silent in situations where you wanted to shout at your loudest. Some happenings in life stir you in such a way that you start writing a note at 2.30 AM in the night out of a disturbed sleep, and still don't regret. You tell yourself, this is it...this is why they say maturity comes with time and experience and patience. Perhaps this is because we tend to regret when we do something out of a quick response, but a controlled emotion leads to a situation where we tend to look back and realise we acted matured. Time...it's a great teacher, and also a magnificent tool for anything. People have little idea to what extent it can be used to achieve something.


By the way, though not related to the theme of this post, but forced to post here...my cousin brother is getting married on the 20th.


-18th Nov '11

Wednesday, November 16, 2011

Notes from a living room: 16

Not talking doesn't help. I have seen people around me who have kept this thing within them. For them, if some people are not worth of being a part of their lives, they are not worth of talking at all. So all they do, is ignore the person altogether and gradually they voluntarily go away from their lives, or stop interacting with them. This does not help, and doesn't do good to either of them. Only a human being is useful to another, and neglecting someone and thus driving him/her away once and for all closes a door to our lives. And once that door is closed, it is not going to open. What is worse, this process is not an exception. Rather, it gives birth to a life long process which tells you to ignore every person whom you think is not necessary to your life. This, has both good and bad sides. One, you are blocking all those unwanted persons, who most likely would've wasted a good amount of time of your life and two, you are avoiding all those persons who had an honest intention of being a part of your life and help you in a way you would've never thought of before. Thus the walls we build around us, restrict us from getting the real experiences of life. It prevents us to get to know people, the real way. So go on, get out, there are amazing people out there, and there are numerous opportunities of life waiting for you. The more you hesitate, greater are the chances that you lose out on the valuable opportunities of life.


-16th Nov '11

Tuesday, November 15, 2011

Notes from a living room: 15

An idea is what binds a person together. Let's look at it this way, when we fall in love with a person, do we love that person only physically, or is it just because s/he is just too funny? or is it for his/her good grades, good looks or a caring attitude? If we look closely, we will find, above all these cute little attributes, there is something else which binds all those qualities inside that person together...for some it's their moral character, for some it's an objective in life, for some it's respect, and there are many others. When we learn to accept and love that 'something' which makes that person 'special' to us, we fall for them. But this, has another aspect too. There are numerous people around us who possess the same qualities, the same set of attributes...but what they lack is that binding potential, which makes them complete. That's the reason they remain being a possession of a set of attributes, not something more than that, for which one can call them a real human being. For them, the rest of the world is a place to fit in. What is optimistic, is for people like us, the world is a place to fall in.


-15th November '11

Friday, November 11, 2011

I was in a relationship…for three hours

No, I am not one of those hook-up guys, as you might as well have started taking me as one already. And neither do I leave girls in the middle of a situation…some call it a relationship, but that’s arguable. Rather, I am one of those sex-starved guys you will find in thousands on the streets who look at cute girls’ faces hoping that one day one of those girls will come and…no wait; not fall in love with me, but just talk to me. Yes, yes, I have very low feeling about me and I keep a very low profile because girls tend not to like me, and run away from me whenever possible. I don’t know if it is because of my nonsense gibberish talks I present when I am with a girl or is it because of my moustache…on a second thought it might as well be the outcome of the said two.


But then again, I was in a relationship this afternoon, for a full three hours. It felt awesome, to be in one. I mean, I liked every bit of it…the awe it presents, the soothing breeze it brings to the heart, it feels like heaven. And at midnight, now that I have lost her, here I am, mourning about our relationship that could have resulted in a wonderful and happy chain of incidents ending in a marriage. (Yes, I often dream about a marriage, that’s not a very uncommon thing for me). Now, as I would like to describe how I fell in love and the tale of my sweet love story, I advise all of you to fasten your seat belts and watch the wonderful love story, its twists and turns and then how it ended in a catastrophe.

Fact 1:
I add a random girl in facebook.

Fact 2: Given the fact I keep the picture of a red hat as my profile picture, she asks me how exactly do I look like.

Fact 3
: I get excited.

(Thinking process in my mind: Wao, she wants to know how do you look like…that definitely means she is interested in you. Come on man, she has got to be single! Approach her, flirt with her, woo her and then see what happens.)

Fact 4: ‘Gibberish’ I say.

And what I do is a few of those flirting messages.

Fact 5: She answers back with a smiley.

Fact 6
: I get doubly excited.

(Thinking process in my mind: Dude, What have you done? She has fallen into you! A smiley, it must be followed by a few messages, a few more smileys, another few more messages…And voila, you are in LOVE!)


Fact 7: Another few more flirting messages from my side. This time they are a bit objectionable in content. Yeah, I have always liked to get into the wits of girls.

Fact 8: I go in the market and several thoughts go inside my mind. What could be my next step? What if she wants my number? What if we started talking from tonight? What if both of us can actually have a relationship that can take us to a marriage… yes yes…why not a marriage?

Fact 9: I come back home and check facebook.

“Jerk!” she has replied, as she has deleted me from her profile.

Fact 10: ‘Too sad’, I thought…for the girl obviously.

I look at the clock. I was in a relationship for nearly three hours. ‘Quite an experience’, I mutter.


And that’s all about my recently broke-up relationship. Hope you all have enjoyed it. Thank you. Until next time, it’s the same lonely, seriously funny writer, from his no-private room. Take care.




-11th Nov '11

Sunday, November 6, 2011

Notes from a living room: 14

Walking alone on the road...and then came to see a couple, holding hands and talking about love. I felt bad...for me, and for my life. Looked at my own hand and reminded of someone whose hand it held once. But then looked on the footpath and saw a person cooking, on the path itself. 'Poor man', I thought. And then I realised something...no matter how pleasing the senses a love, or a relationship can give you...it does not beat the feeling of a struggle.

Struggling in life has an objective, but I can't find the same for love, for now.


-6th Nov '11