ক্ষুধার্ত, আমি পাহাড় থেকে নেমে এলাম। আমার পরণের কাপড় ময়লা। আমার দেহে রাত জাগার ক্লান্তি। কিন্তু আমার চোখে মুখে ভোরের আলো। আর আমার মনে আশা। কিসের তা জানিনা। জানলেও আমি ছাড়া আর কেউ জানবেনা। জানা আর অজানার মধ্যে কতোই বা তফাৎ।
আমি লুকিয়ে আছি। পৃথিবীর থেকে। কেউ জানেনা। কিন্তু নিজের কাছ থেকে সত্য গোপন করে লাভ নেই। লুকিয়েই আছি আমি...এবং অবশ্যই কারন আছে। তবে সেটা বলা শক্ত।
তবে আমি ফিরব। খুব তাড়াতাড়ি। এবং সবাই জানবে। জানবে যে আমি ফিরেছি। আমি সেই দিনের স্বপ্ন দেখি। রোজ দেখি। আমি জানি, আমি ক্ষুধার্ত। আর আমার ক্ষুধা মিটবে, খুব তাড়াতাড়ি।
কিন্তু যতদিন না সেই দিন আসে, আমাকে লুকিয়ে থাকতে হবে। মানুষের থেকে। নিজের থেকে।
-Jan 2nd '12
No comments:
Post a Comment